শিরোনাম
◈ ইউএস-বাংলাকে ২৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নেপালের আদালতের নির্দেশ: কাঠমান্ডু পোস্ট ◈ জুলাই গণ-অভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২ ◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে ভূমিদস্যু বাহিনীর অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহা ট: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে সংঘবদ্ধ একটি ভূমিদস্যু বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।রবিবার (২৭এপ্রিল) বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে মাবনবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শতাধিক পরিবারের সদস্য। ৮ নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে রুবি বেগম, ছবি বেগম, শিক্ষক মো. শহিদুল ইসলাম, জুলাই বিপ্লবে শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়নের ভূমিদস্যু মধু বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ট। বাহিনী প্রধান গুলিশাখালী গ্রামের মধু হাওলাদার একজন পেশাদার অপরাধী। বহু মামলার আসামী। সর্বশেষ গত রবিবার এনায়েতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলামকে মধুর নেতৃত্বে মারপিট করে গুরুতর জখম করে। ওই শিক্ষকের ৪০ শতক জমি ৪/৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে মধু। এ ছাড়াও ওই গ্রামের আলতাফ হোসেনের ২০ শতক জমি, একই গ্রামের রুবি বেগম, ছবি বেগম ও আব্দুল জলিলকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে। হরতকিতলা গ্রামের আব্দুল লতিফ শেখের ১ একর জমি দখল করেছে।’ এ বাহিনীর অত্যাচারে এমন অন্তত ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে মো. মধু হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেননি। তার নিকটততম আত্মীয় ইব্রাহিম হাওলাদারের জমি দেখা শুনা করে সেখানে চাষাবাদ করছেন।

থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, মধু হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে, জমি দখলের বিষয়টি স্থানীয় ও পারিবারিক দ্বন্দ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়