শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চার ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে চার ইটভাটা মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এ জরিমানা করেন। এদিকে একই দিন মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রির অপরাধে ৭ বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ৭৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এ অভিযান চালানো হয়।

ইটভাটাগুলো হলো- মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স শাহজালাল ব্রিকস ও মেসার্স শাহপরান ব্রিকস। এরমধ্যে ফোর স্টার ব্রিকসের সত্ত্বাধিকারী আবু তাহেরকে ৪ লাখ টাকা, বিসমিল্লাহ ব্রিকসের সত্ত্বাধিকারী গিয়াস উদ্দিনকে ২ লাখ টাকা, শাহজালাল ব্রিকসের সত্ত্বাধিকারী মো. দিদারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও শাহ পরান ব্রিকসকে মো. আকবরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চার ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুল সংখ্যক কাঁচা ইট নষ্ট করা হয়। ইটভাটাগুলোও বন্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়