শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত 

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে ১০ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫  লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ শুক্রবার  রাত সাড়ে ৩টার  দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুশলা বাজার কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৩টা দিকে খবর পাই বাজারে আগুন লাগছে। এসে দেখি বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসেছে আগুন নিয়ন্ত্রণ আনে।

ততক্ষণে শরিফুল ফকিরের চায়ের দোকান,শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসী, আমিন চৌধুরী চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনের দোকানসহ ১০ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

এসব ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা লোন পরিশোধ করবে কিভাবে। আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লক্ষ টাকার লোন নিয়ে এই মুদি দোকানটি করেছিলাম।  আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করবো কিভাবে। 
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,  খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়