শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের সদস্য গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি টহল দল।
 
আটককৃত ব্যক্তি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম (৪০)। 
স্থানীয় সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে নিজের বিভিন্ন ভূয়া পরিচয়ে এলাকায় দাপটের সাথে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 
 
অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ১'শ ২০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন বলেন, আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে চিলমারী পাম্প মোড় এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক হয়। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়।
 
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়