শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে টিআর প্রকল্পে চরম অনিয়ম, ফ্ল্যাট সলিংয়ের নামে চলছে মাটি কাটা

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল মন্ডলের বিরুদ্ধে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে উঠেছে, তিনি সরকারি প্রকল্পের অধীনে নির্ধারিত উন্নয়নমূলক কাজের পরিবর্তে ব্যক্তি স্বার্থে শ্রমিক ব্যবহার করছেন এবং প্রকল্পের মূল কাজ ফ্ল্যাট সলিং না করে কেবল মাটি কেটে শেষ করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে জানা যায়, কালীচরণপুর ইউনিয়নের বড়কামারকুন্ডু গ্রামের ইসরাইলের বাড়ী থেকে মনা খন্দকারের বাড়ি পর্যন্ত রাস্তা ফ্লাট সলিং করার প্রকল্প রয়েছে। রাস্তা বালি ও ইট দিয়ে মাধ্যমে উন্নয়ন করার কথা ছিল। কিন্তু বাস্তবে সেখানে কোনো সলিংয়ের চিহ্ন নেই। রাস্তার ওপর সামান্য মাটি ফেলে সমতল করার কাজ করে দায়সারা একটি কার্যক্রম চালানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া বুধবার ইউপি সদস্য সাইদুর রহমান টিআর প্রকল্পের ৭ জন শ্রমিককে দিয়ে তার ব্যক্তিগত মরিচ ক্ষেতে নিড়ানোর কাজ করিয়েছেন। সরকারি প্রকল্পের শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত জমিতে কাজ করানো সম্পূর্ণ বেআইনি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন, "টিআর প্রকল্প জনগণের কল্যাণের জন্য। কিন্তু আমাদের ওয়ার্ডের মেম্বার নিজেই যদি সেটা ব্যক্তিস্বার্থে ব্যবহার করেন, তাহলে জনগণ যাবে কোথায়?"

স্থানীয় গৃহবধূ পাখি খাতুন বলেন,"আমরা শুনছিলাম রাস্তায় ইট বসবে, চলাফেরা ভালো হবে। এখন দেখি শুধু মাটি ফেলে গেছে। এতে তো বর্ষায় কাদায় চলা অসম্ভব হবে।"

এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্তপূর্বক ইউপি সদস্য সাইদুল মন্ডলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, কাজে অনিয়ম করার কোন সুযোগ নেই। কোন প্রকার অনিয়ম হলে আমরা ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়