শিরোনাম
◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ৫টি ককটেল বিস্ফোরণ, দুই পথচারী আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পূর্ববিরোধের জেরে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুরের এলাকার বিদ্যুৎ চৌধুরী ও বালু বাগানের আজমাল হোসেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে  বাতেনখাঁর মোড়ের দিক থেকে অজ্ঞাত প্রায় ২০ থেকে ৩০ জন যুবক মাস্ক পরে দেশীয় অস্ত্রসহ নিয়ে নিমতলা মোড়ের দিকে আসেন। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন ও মোহাম্মদ নীলুর সঙ্গে পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নিমতলায় ৫টি ককটেল  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন পথচারী আহত হন। তারা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।  এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়