শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ১৪ দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৪কিলোমিটার যানজট 

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই উপজেলায় ১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার দুপুর ২.৩০টার দিকে সুতিপাড়া  এলাকার মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রতিবেদক রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল, এবংশ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল।রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো,

১। আমাদের জি.এম চলবে না।
২।সন্ধ্যা ৭টার পর টিফিন বিল দিতে হবে।
৩।রাত ৯ টার পর নাইট বিল দিতে হবে।
৪।কারখানার গাড়ি সবাই ব্যবহার করতে পারবে টাকা কর্তন করা যাবে না।
৫।ঈদের ছুটি ৫দিন কেন ৩ দিন হল।
৬।মেডি কেল ছুটি পাশ করতে হবে
৭।সি.এল ছুটি ৩০দিন পাশ করতে হবে
৮।যখন তখন লোক ছাটাই করা যাবে না।
৯। প্রতিবছর সার্ভিস অনুযায়ী বেতন দিতে হবে।
১০।টিফিনের সময় ১৫মিনিট আগে ছুটি দিতে হবে। 
১১।এই আন্দোলনের পর পরবর্তী সময় কোন লোক ছাটাই  করা যাবে না। 
১২।প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে। 
১৩।কাজের চাপ দিয়ে কোন লোক ছাটাই করা যাবে না 
১৪।কোন স্টাফ অযথা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না,করলে আইনানানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 


শ্রমিকেরা জানান, এই দাবির প্রেক্ষিতে আজ দুপুরে  ২.৩০ দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ১৪ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সাধারণ ছুটি ঘোষণা করে আগামীকাল বসবে বলে জানান। 

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আলোচনার পর  শ্রমিকদের বুঝিয়ে মহা সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়