শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে যুবদলের সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সরিষাবাড়ীর সিমান্তবর্তী এলাকা রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান ফরহাদ পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে কাজিপুর উপজেলার রঘুনাথপুর বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের ঠিকাদারি কাজ পায় যুবদল নেতা ফরহাদ হোসেন। সকালে রাস্তার কাজের ইট বালুর টাকা দিতে যায় সে। এসময় পূর্বশত্রুতার জের ধরে তার গতিপথ রোধ করে কয়েকজন যুবক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফরহাদকে পিটিয়ে আহত করে। এসময় তার বাবা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির বলেন, ফসলী জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ ছিলো। সেই জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদকে মারধর করেছে শুনেছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়