শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে শ্রী সাগর সাহা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত সোনাতন সাহার ছেলে।
 
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। সর্বশেষ ২২ এপ্রিল সন্ধ্যায় মসজিদের সামনে এবং পরে মসজিদের ভেতরে ঢুকে প্রকাশ্যে কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৯৯-এ ফোন করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাগর সাহাকে আটক করে।
 
স্থানীয় মুসল্লি হাফেজ আব্দুল মতিন বলেন, “আমরা ইসলামের অনুসারী হিসেবে আমাদের প্রিয় নবী (সা.)-এর বিরুদ্ধে একটাও কটূক্তি সহ্য করব না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু ধর্ম নিয়ে কটাক্ষ করলে তা প্রতিহত করব।”
 
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সরকারের কাছে দাবি, যেন এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এবং কেউ যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়।”
 
 স্থানীয়রা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনা শুধু ইসলাম ধর্ম নয়, সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি। আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা রোধ করা হোক।”
 
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়