শিরোনাম
◈ নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা: স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি গঠনের প্রস্তাব: আলী রীয়াজ  ◈ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের ৮ জন আশঙ্কাজনক, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় চিকিৎসা ◈ ড.ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল ◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহ পাড়ার ভান্ডারি কলোনীর একটি বাসায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) ওই এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মানিক আবদুল্লাহ যুবদলের রাজনীতিতে জড়িত এবং স্থানীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। আওয়ামী সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরে এসে স্ত্রী, ১০ বছর বয়সী ১ ছেলে ও ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন।

শনিবার রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় ১২ থেকে ১৫ জন মুখোশপরা অস্ত্রধারী তাকে একেবারে কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় সূত্র আরও জানায়, তিন মাস আগেও তার ওপর হামলা হয়েছিল। এছাড়া তার ছোট ভাইয়ের কোচিং সেন্টার ও বোনের বাড়িতেও হামলা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবদলকর্মীর লাশ উদ্ধার করে। তার মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়