শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিব উল্লাহ পাড়ার ভান্ডারি কলোনীর একটি বাসায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) ওই এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মানিক আবদুল্লাহ যুবদলের রাজনীতিতে জড়িত এবং স্থানীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। বিগত সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান। আওয়ামী সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে তিনি দেশে ফিরে এসে স্ত্রী, ১০ বছর বয়সী ১ ছেলে ও ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকতেন।

শনিবার রাতেও আরেক যুবদলকর্মীসহ তিনি বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় ১২ থেকে ১৫ জন মুখোশপরা অস্ত্রধারী তাকে একেবারে কাছ থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে অটোরিকশা ও মোটরসাইকেলে চলে যায়।
স্থানীয় সূত্র আরও জানায়, তিন মাস আগেও তার ওপর হামলা হয়েছিল। এছাড়া তার ছোট ভাইয়ের কোচিং সেন্টার ও বোনের বাড়িতেও হামলা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবদলকর্মীর লাশ উদ্ধার করে। তার মাথা, উরু ও পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়