শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পুলিশ ব্যারাকে কনস্টেবলের মৃত্যু, তদন্তে আত্মহত্যার প্রাথমিক ধারণা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা পুলিশ লাইন্স ব্যারাকে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) ভোরে ব্যারাকের তৃতীয় তলার টয়লেট কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিহত মাসুদ রানা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার বাসিন্দা এবং রাজশাহীর বাগমারার জুগিপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। কিছুদিন আগে অসুস্থতাজনিত কারণে তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন এবং সেখান থেকে ছুটি শেষে পুলিশ লাইন্স ব্যারাকে অবস্থান করছিলেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, “কনস্টেবল মাসুদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনার পেছনে মানসিক চাপ বা পারিবারিক কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত সাপেক্ষেই প্রকৃত কারণ জানা যাবে।”

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়