শিরোনাম
◈ নির্বাচন কমিশন গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা: স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি গঠনের প্রস্তাব: আলী রীয়াজ  ◈ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের ৮ জন আশঙ্কাজনক, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় চিকিৎসা ◈ ড.ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল ◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাংচুর করলো চিকিৎসাধীন মাদকাসক্ত  

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী কর্তৃক অগ্নিসংযোগ ও অফিসের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে।
 
জানা গেছে গতকাল শনিবার(১৯ এপ্রিল)  সন্ধ্যা ৬-২০ মিনিটে  কোতোয়ালি থানাধীন বদরপুর নুর প্লাস্টিক ইন্ডাস্ট্রি সংলগ্ন স্বপ্ন নিবাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসারত ৪১ জন মাদকাসক্ত রোগীদের মধ্যে কতিপয় রোগীরা উক্ত প্রতিষ্ঠানের স্টাফদের দ্বারা নির্যাতিত হওয়ার প্রতিবাদে এবং খাবার প্রদানে অনিয়ম থাকায় প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে ভবনের ২য় তলার ভিতরে পুরাতন কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় এবং ভিতরের  আসবাব পত্র ও জানালার গ্লাস,ফ্যান ইত্যাদি ভাংচুর করে ও চিৎকার করে। তখন স্থানীয় লোকজন ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে  খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  সংবাদ পেয়ে  সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে আসে। পরবর্তীতে সকল বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে  উক্ত ভবনের দ্বিতীয় প্রবেশ করে রাত অনুমান  ৮:৩০ মিনিটের  সময়ে তাদেরকে বুজানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তখন তারা অভিযোগ করে বলে যে, প্রতিষ্ঠানের কতিপয় কর্মচারী তাদেরকে প্রতিনিয়ত নির্যাতন করে এবং মারধর করে। তাদেরকে নিন্ম মানের খাবার পরিবেশন করে। বিধায় তারা উত্তেজিত হয়ে উক্ত ঘটনা ঘটায়। এতে কমপক্ষে চার-পাঁচজন আহত হন  বলে জানা গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়