শিরোনাম
◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৫৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুমতি নদীতে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড় 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাইচ দেখতে নদী পাড়ে হাজারো মানুষ ভিড় জমায়। নৌকা বাইচ ছাড়াও পিচ্ছিল কলা গাছে ওঠা, সাতার, ফুটবল নিক্ষেপ প্রতিযোগিতা ও শত বছরের পুরনো গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। 

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজার কমিটির উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেলায় আসা পাচি বেগম বলেন, ছোট সময় থেকে দেখে আসছি এখানে মেলা হয়। এবার অনেক লোকসমাগম হয়েছে। চুরি-সুতো,মাটির খেলনা ও মিষ্টি কিনেছি।

কুলসুম বেগম নামে আরেক দর্শনার্থী বলেন, পরিবারের সদস্যদের নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। মেলা থেকে অনেক কিছু কিনেছি। আজকের বিকেলটি খুব ভালো কেটেছে। বেশ আনন্দ পেয়েছি। 

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার হোসেন বলেন, আমার বয়স প্রায় ৫৭ বছর। জন্মের পর থেকেই এখানে পহেলা বৈশাখের আগেরদিন মেলা বসে দেখে আসছি। এটা শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এবার স্থানীয় বাজার কমিটির উদ্যোগে নৌকা বাইচ, পিচ্ছিল কলা গাছে ওঠা, সাঁতার, ফুটবল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্য দেখতে মধুমতীর পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। 

দিকনগর বাজার কমিটির পরিচালক আবুল বাশার মোল্লা বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে ঐতিহ্যবাহী মেলার পাশাপাশি গ্রাম্য খেলার আয়োজন করা হয়। বাইচে ৮ টি স্থানীয় নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মাঝে ডিনার সেট, ক্রোকারিজ,পেশার কুকার,রাইচ কুকার সহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। 

প্রতিযোগিতায় অতিথি হিসেবে ছিলেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির(একাংশ) সদস্য সচিব, নুরুজ্জামান খসরু, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্লা, ওয়াহিদুজ্জামান শিকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়