শিরোনাম
◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময় দেননা হাসপাতালে, সরকারী কোয়ার্টারে নিজস্ব চেম্বার চালাচ্ছেন ডেন্টাল টেকনোলজিস্ট

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখছেন ডেন্টাল টেকনোলজিস্ট রাজু আহমেদ। সেখানে রোগীদের দেন দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসা। হাসপাতালে আসা রোগীদের ভালো সেবা দেওয়ার কথা বলে ভাগিয়ে নিয়ে যান চেম্বারে। ফলে বাড়তি টাকা গুণতে হয় রোগীদের। নিয়ম বহির্ভূত  হলেও দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সরজমিনে হাসপাতালে গেলে রাজু আহমেদকে পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টার পদ্মার ২য় তলায় গিয়ে দেখা যায় সেখানে পুরোদস্তুর চেম্বার খুলে বসেছেন রাজু আহমেদ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৬ মার্চ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তিনি হাসপাতালে চিকিৎসা না দিয়ে তার কোয়ার্টারে নিয়ে যান। সেখানে তার নিজস্ব চেম্বার আছে। সেখানে নিয়ে তিনি চিকিৎসা দেন। এর জন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে অনেক রোগীকে।

কোয়ার্টারে চেম্বার করার বিষয়ে জানতে চাইলে রাজু আহমেদ বলেন, ২০১৬ থেকে কোয়ার্টারে থাকি। অফিস সময়ের পরে বিকেলে কোয়ার্টারে ২-১টা রোগী পার্সোনালি দেখতাম। এখন বলড়াতে পার্সোনালভাবে চেম্বার নিয়েছি। ঈদের পরে থেকে চেম্বারে রোগী দেখি। আমার মতো মানিকগঞ্জের অনেকেই তো করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, গত নভেম্বর মাসে কোয়ার্টারে চেম্বার করা যাবে না মর্মে তাকে সতর্ক করা হয়েছে। এরপরেও যদি তিনি কোয়ার্টারে চেম্বার পরিচালনা করে থাকেন তাহলে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়