শিরোনাম
◈ উত্তরায় বিমান দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ◈ উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ বিধ্বস্ত বিমানটির পাইলট লেফটেন্যান্ট তৌকির মারা গেছে: সিএমএইচ ◈ ইতালির পথে লিবিয়ায় বন্দি সাতক্ষীরার তিন যুবক: মুক্তিপণের দাবিতে দালালচক্রের নির্যাতন ◈ আই‌সি‌সি টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরের কাঠামো চালুর কথা ভাবছে ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: আহত এক স্কুলছাত্রের মৃত্যু ঢাকা মেডিকেলে, দগ্ধ অন্তত ২৭ ◈ বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘সবাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’ ◈ সেই মাইলস্টোন ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী, চলছিল কোচিং ক্লাস ◈ প্রধান উপদেষ্টার শোক, সব ধরনের সহায়তা নিশ্চিত করবে সরকার ◈ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শিক্ষার্থীসহ ২৭ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে প্রেমিক ও বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণ

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় প্রেমিক ও বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণ ধর্ষণের অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। অভিযোগে জানা যায় প্রেমিক আশিক দেওয়ান শান্ত (১৮) ও তার এক বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজ শনিবার বিকালে নরসিংদী সদর হাসপাতাল থেকে আশিককে আটক করে পুলিশ। তবে তার বন্ধু এখনো পলাতক রয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত আশিক দেওয়ান শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী মেয়েটির বয়স ১৩ বছর, সে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হন এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গতকাল শুক্রবার আশিক মেয়েটিকে ঘুরতে নিয়ে যায় পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায়। পরে, চরসিন্দুরের চলনা গ্রামে নিজের নানীর বাড়িতে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে রাতে সেখানেই অবস্থান করে। অভিযোগ অনুযায়ী, রাতে আশিক ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে।

ধর্ষণের ফলে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে এবং পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, “টিকটকের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ছেলেটি গতকাল পলাশে মেয়েটিকে তার নানীর বাড়িতে নিয়ে গিয়ে বন্ধুসহ ধর্ষণ করে। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে ভুক্তভোগীর  পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়