শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, চারিপাড়া এবং মাধবপুর ইউনিয়নের বাড়ানী ও মকিমপুর এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে সাতটি অবৈধ ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘন করার দুটি মামলায় অবৈধ মাটি উত্তোলনকারী দুই ড্রেজার মেশিন মালিককে পঞ্চাশ হাজার করে মোট একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘‘এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের অভিযান চলমান থাকবে। কৃষি জমি রক্ষা ও পরিবেশের ক্ষতি ঠেকাতে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়