শিরোনাম
◈ ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ◈ ইউক্রেন ইস্যুতে বৈঠকের জন্য হোয়াইট হাউসের পথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা ◈ গ্রহণযোগ্য নির্বাচনে নানা চ্যালেঞ্জ, পারবে কি কমিশন? ◈ সেন্টমার্টিন নিয়ে গুজব-সত্যের দ্বন্দ্ব: পর্যটন বন্ধ, দুর্ভিক্ষে দিশেহারা দ্বীপবাসী! ◈ সরকারি দপ্তর থেকে কারও ছবি সরিয়ে ফেলার লিখিত নির্দেশনা দেওয়া হয়নি: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ◈ যে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দর ইমিগ্রেশন! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে হা‌রি‌য়ে ইং‌লিশ লি‌গে শুভ সূচনা আর্সেনালের ◈ ঘুমধুম সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২ ◈ ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেল‌সি‌কে রুখে দিলো ক্রিস্টাল প‌্যা‌লেস

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পড়ে গিয়ে দুজনের মৃত্যু (ভিডিও)

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কাইয়ুম (১৮) ও তারেক (২১) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাইয়ূম কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল করিমের ছেলে এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকার আউটারে মোগড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ায়। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিসের কেবলে লেগে চারজন ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক যুবক ঘটনাস্থলেই মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মর্ধ্যে চিকিৎসারত অবস্হায় তারেক নামে আরেকজনের মৃত্যু হয়েছে। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্হানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে গেছে চিকিৎসার জন্য। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়