শিরোনাম
◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ১৫ আগস্ট শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটেছে : জুলকারনাইন সায়ের ◈ ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: জিয়াউর রহমান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ মেলায় ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তি ৯০!

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ৯০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ হওয়া রোগীদের অধিকাংশ অভয়নগর উপজেলার আশেপাশের  এলাকার বাসিন্দা। 

১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়া রোগীরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসা শুরু করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা শুরু করেন। 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নওয়াপাড়ার বাসিন্দা পিয়াল জানান, ভাংগাগেট ভৈরব ব্রিজের পুর্ব পাশে  দেওয়াপাড়ায় ঈদ মেলায় দেওয়া অস্থায়ী একটি ফুসকার দোকান থেকে কলসি  ফুসকা  নামের এক প্রকার ফুসকা খেয়ে তার পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং হয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়