শিরোনাম
◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ১৫ আগস্ট শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটেছে : জুলকারনাইন সায়ের ◈ ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: জিয়াউর রহমান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম ◈ হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন গ্রেপ্তার ◈ আবাসন সংকটে উত্তাল চবি, প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা ◈ ১৭ দিনে এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় ◈ মহাখালী পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিও) ◈ মেঘনায় জাহাজা থেকে চিনি চুরির চেষ্টা, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১৫ লাখ টাকা লুট।

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে মাথায় অস্ত্র  ঠেকিয়ে তাকওয়া ফুডপ্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। 

গতকাল দিবাগত রাত ৩টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় করা লিখিত অভিযোগ করেন বলে জানাগেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কারখানায় সংঘবদ্ধ ৭-১০ জন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে অন্তত সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

এই বিষয়ে কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ বলেন, ভোর রাতে সাত থেকে আট সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত,পা,মুখ,বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতদের সনাক্তে কাজ করছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়