শিরোনাম
◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছর খুশি মনে ঈদ করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৬-১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার জনগণকে ঈদ করতে দেয়নি। তারা দেশের মানুষের সকল শান্তি কেড়ে নিয়েছিল। আজ ফ্যাদিবাদ মুক্ত দেশে আমরা খুশি মনে ঈদ উদযাপন করতে পারছি। 

সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাঁ মসজিদে ঈদ উল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত বছরগুলোতে আমরা সেই আনন্দ উপভোগ করতে পারিনি। কিন্তু আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছি।
তিনি আরও বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। এই আনন্দ ধরে রাখতে ঐক্য প্রয়োজন। সুদৃঢ় ঐক্যই আমাদের সবাইকে একত্রে রাখতে পারে। আমরা যেনো সামনের দিনগুলোও এভাবেই একসঙ্গে কাটাতে পারি। কেউ যেন আমাদের মাঝে নতুন করে আর পাটোল ধারাতে না পারে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে। 

এ সময় এ্যানির সাথে আরও উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, সোহেল আদনান, ছাত্রদল নেতা জিদান চৌধুরীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়