শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর জেল-জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার জনকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৭ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানার আদেশ প্রদাণ করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের মৃত খয়েরের ছেলে ইউনুস আলী শাহ (৭০), একই উপজেলার অন্তাহার গ্রামের ইনতাজ আলীর ছেলে জুয়েল মন্ডল (৪০), কলসা রথবাড়ী এলাকার হাফিজার রহমানের ছেলে সোহাগ হোসেন (৩২) ও ইয়ার্ড কলোনী এলাকার ছাত্তার হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করার অপরাধে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউনুস আলী শাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জুয়েল মন্ডল, সোহাগ হোসেন ও ফারুক হোসেনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়