শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও)

নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আলম। স্বাস্থ্য ভালো রাখতে নেতাকর্মীদের এ পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমি গত ১০ তারিখে আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন-মনপুরায় (ভোলা-৪) যাই এবং সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে, হাইকমান্ডের নির্দেশ অনুসারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। আমার বাসভবনে ১০ তারিখে, এরপর ১১ তারিখে মনপুরাতে করতে (ইফতার মাহফিল) যাই।’

তিনি বলেন, ‘মনপুরাতে যখন আমি রওনা দেব, তার প্রাক্কালে ১১ তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতাকর্মী আসে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসার ড্রইংরুমে আমি কিছু কথা বলেছিলাম, এই ধরেন স্বাস্থ্যগতভাবে আমাদের নেতাকর্মীরা যাতে সুস্থ থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে এবং আমাদের দেশের নেতাকর্মীদের একটা মেসেজ (বার্তা) দেওয়ার চেষ্টা করেছি যাতে সবাই ধীর-স্থিরভাবে রাজনীতিটা করে।’

বিএনপির এ নেতা বলেন, ‘রাজনীতিতে অস্থিরতার জায়গা নাই। আর ধৈর্য ধরতে হবে এবং বলেছি স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য। স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন। তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এই কথাও উদাহরণ দিয়েছি যে, দেখেন রাজনীতি তো একটা ম্যারাথন রেস। এইটায় অনেক দূর যেতে হয়। ধীরে ধীরে যেতে হয়। আপনি যদি জোরে দৌড় দেন, ম্যারাথনে যদি জোরে দৌড় দেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি মাঝপথেই হোঁচট খেয়ে পড়ে যাবেন, চিৎ হয়ে পড়ে যাবেন।’

তিনি বলেন, ‘তো, এইভাবে আমি আমার নেতাকর্মীদের উদ্দেশে একটা পরামর্শ দিয়েছি যাতে তারা ভালোভাবে চলতে পারে, অস্থির না হয়, ধীর-স্থিরভাবে আগায়। আর হঠাৎ করে কেউ কেউ নেতা হতে চায়। লাফ দিয়ে ওপরে উঠতে চায়। তারপর ধপাস করে পড়ে যায়। তো, এইটা যাতে না হয়। ধীরে ধীরে রাজনীতিতে আগান।’

নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমার অনেক নেতারা আমার কাছে বড় বড় পোস্ট চায় যে ভাই আমি অনেক কষ্ট করেছি, আমাকে বড় পোস্ট দেন। লাফ দিয়ে ওপরে উঠতে চায়। তো, তাদের উদ্দেশেই বলেছি, আস্তে আস্তে আগান। হ্যাঁ, ধীর-স্থিরভাবে আগান, তাতে টেকসই থাকবে, টেকসই হবে। রাজনীতিতে সুন্দরভাবে আগাতে পারবেন, আস্তে আস্তে পদ পাবেন, সে পদটা ধরে রাখতে পারবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়