শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০২:০৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বৃদ্ধ মোয়াজ্জেমকে পিটালেন যুবক 

ফয়সাল চৌধুরী, মিরপুর ও ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ৭৫ বছরের এক বৃদ্ধ মোয়াজ্জেমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কাজী রঞ্জু (৪৫) নামে এক যুবকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই বৃদ্ধকে স্বজনরা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আদর্শ পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম (অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য) মো. আমিন বেপারী (৭৫) একই এলাকার মৃত ইসহাক বেপারীর ছেলে। অভিযুক্ত একই এলাকার কাজী রঞ্জু (৪৫)। কাজী রঞ্জু ৬নং ওয়ার্ডের কাজী শহীদুল মাওলানার ছেলে।

সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম। স্থানীয় সুত্রে জানাগেছে, কয়েকদিন আগে অভিযুক্ত রঞ্জু আদর্শপাড়া জামে মসজিদ থেকে রান্নার কাজের জন্য একটি সসপেন নিয়ে যায়। পরবর্তীতে মসজিদের মোয়াজ্জেম সসপেনটি ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত রঞ্জু। একপর্যায়ে বৃদ্ধ মোয়াজ্জেম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত রঞ্জু এলোপাথাড়ি বাটাম দিয়ে মেরে গুরুত্বর  আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় মোয়াজ্জেমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

অভিযুক্ত কাজী রঞ্জুর সাথে একাধিক যোগাযোগ করার চেষ্টা করার পরেও  তাকে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আহত মোয়াজ্জেম মো. আমিন বেপারী বলেন, মসজিদ থেকে রান্নার কাজের জন্য একটি সসপেন নিয়ে যায় রঞ্জু। পরবর্তীতে মসজিদের সসপেনটি ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে রঞ্জু। এর কিছুক্ষণ পর আমি মসজিদের কার্পেট শুকাতে রোদে দিয়েছিলাম সেই মুহূর্তে পিছন থেকে এসে বাটাম দিয়ে কাজী রঞ্জু অতর্কিতভাবে হামলা চালায়। 

মুঠোফোনের কথা হলে রাত সাড়ে দশটার সময় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত মোয়াজ্জেম  মো. আমিন বেপারীকে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়