শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:২৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা, দুই নারীসহ আহত ৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী ওরফে ভিসিআর কালু (৬০) নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কালু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিদুল হুদার বাবা। এ ঘটনায় দুই নারীসহ ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ। খবর: দৈনিক আমার দেশ।

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকালে তাদের ওপর হামলা চালায় ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। তার সঙ্গে বেশ কজন সাঙ্গপাঙ্গও ছিল। আমিসহ তিনজন আহত হলে চিকিৎসা নিতে হাসপাতালে যাই। সেখানে বসেই খবর পাই বাড়িতে আবারও আক্রমণ করেছে চেয়ারম্যানের লোকজন। এতে নারীসহ কয়েকজন গুলিবিদ্ধ হন এবং মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবাকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সহযোদ্ধারা। তারা বিক্ষুব্ধ হয়ে রাতেই কক্সবাজার শহরে বিক্ষোভ করেন।

অভিযোগের বিষয়ে জানার জন্য আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই রিদওয়ানুল বলেন, হাবিবুল হুদাসহ বেশ কজন শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে বিরোধীয় জায়গাটি দখলের চেষ্টা করে। এতে আবদুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। পরে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার জেরে রাতে পুনরায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জানা যায় হাবিবুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন।

ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট এসকে ফারুকী বলেন, জুলাই বিপ্লবের সমন্বয়ক সাদিদুলের বাবা কালু হত্যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অনেকাংশেই দায়ী। পুলিশের নীরবতাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিপ্লব-উত্তর বাংলাদেশে উপজেলা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। এতে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, জমির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়