শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নে দেখেন বাবা বেঁচে আছেন, অতঃপর...

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বপ্ন দেখেন বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি। পরে সন্তান রুবেল শেখ বাবার মরদেহ কবর থেকে তুলে আনেন।

উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের মহুরুদ্দিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোহরাব শেখ ৮/৯ মাস আগে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বপ্নে দেখে বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে রুবেল একা একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করে এবং নিজ ঘরের বারান্দায় দাফন করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে আসতে শুরু করেন বিভিন্ন লোকজন। এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন, সোহরাব শেখের ছেলে রুবেল শেখ একজন চোর, নেশাগ্রস্ত উদ্ভট প্রকৃতির একটা ছেলে। এলাকায় রুবেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কী কারণে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করছে এ ব্যপারে কিছু বলতে পারব না।

তবে অভিযুক্ত রুবেল জানান, আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরস্থানে জীবিত আছেন। তাই আমি বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজ ঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেওয়া হোক। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়