শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০১:৩০ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে

অভিযুক্ত ছাত্রদল নেতা শাওন কাবী রিজা।

চাঁদপুরের ফরিদগঞ্জে মারধরের ঘটনায় ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে হবে’ বলা সেই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজাকে গ্রেফতার করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

পুলিশ জানায়, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এসময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান এবং অশোভন আচরণসহ পুলিশের মুঠোমফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। তাকে আটক করতে যাওয়া পুলিশের উপ-পরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, আমি ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাবো না।

এদিকে সেই ভিডিও রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। যা নজরে আসে চাঁদপুর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের। 

এই ঘটনায় বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি পত্রে শাওন কাবী রিজাকে ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং একই সঙ্গে পুলিশের কাছে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় দুপুরে কাবীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়