শিরোনাম
◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ◈ ড. ইউনুস একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে: বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের আবাসিক হোটেলে অভিযান, আট নারীসহ ৯ জনকে আটক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেল “হ্যাভেন ফ্রেশ”-এ পুলিশের অভিযানে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রম্নয়ারী) রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ভাংচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা হোটেল বন্ধ করে বিভিন্ন ¯েস্নাগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশের সাথে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, আমরা চাই কোনাবাড়ী থেকে অসামাজিক কার্যকলাপের আবাসিক এ হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান শেষ করে থানায় আসার পর শুনি বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাংচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রম্নয়ারী হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়