শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের আবাসিক হোটেলে অভিযান, আট নারীসহ ৯ জনকে আটক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেল “হ্যাভেন ফ্রেশ”-এ পুলিশের অভিযানে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রম্নয়ারী) রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ভাংচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা হোটেল বন্ধ করে বিভিন্ন ¯েস্নাগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশের সাথে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, আমরা চাই কোনাবাড়ী থেকে অসামাজিক কার্যকলাপের আবাসিক এ হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান শেষ করে থানায় আসার পর শুনি বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাংচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রম্নয়ারী হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়