শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দুই মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
বক্তারা বলেন, আমাদের আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। 
এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফরা ওষুধ লেখার আগে গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।
 
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডা. লিখতে পারবে না বলে তারা জানান, অবিলম্বে ৫ দফা দাবি পূরণ করা না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। বিক্ষোভ শেষে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে স্মারকলিপি জমা দেন। সিভিল সার্জন না থাকায় স্মারকলিপি গ্রহন করেন মেডিক্যাল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়