শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী ইউনিয়নে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু

মোহাম্মদ সোহেল, নোয়াখালী :নোয়াখালী সদর উপজেলায় রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম শুরু করা হয়। এ সময় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে মানুষের লাইন দেখা যায়।

জানা যায়, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পুরো রমজান মাস এ ব্যবস্থা চালু থাকবে। রমজানে যেন সাধারণ মানুষ সুলভ মূল্যে এসব সামগ্রী কিনতে পারে সেজন্যই এ কার্যক্রম চলছে। এখানে এক ডজন ডিম ১০৫ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও গরুর মাংস প্রতিকেজি ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সুলভ মূল্যে এসব খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে আগামীতে আরও খাদ্যসামগ্রী বাড়ানোর দাবি করেন। আর রমজানের পরেও যেন এ ধারা অব্যাহত থাকে, তারও দাবি করেন।

ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা শাহানুর ইসলাম বলেন, এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারছি, তাই খুব ভালো লাগছে। রমজানের পরেও যদি এভাবে বিক্রি হয় তাহলে আমাদের উপকার হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, নিম্ন আয়ের ক্রেতারা যেন পুরো রমজান মাসজুড়ে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাস চালু রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ডিম, দুধ ও মাংস মানুষ কিনতে পারবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকতে পারে।

এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলীমা ফেরদৌসী, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মনিটরিং অফিসার শেখ শাহনেওয়াজ, নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আরাফাত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সহিদুল ইসলাম সহিদ, ইউপি সদস্য মাহবুব আলম শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়