শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বরের বাড়িতে হামলা, বাবা-ছেলে গুলিবিদ্ধ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধে জেরে ওলি মিয়ার ছেলের বিয়ে বাড়িতে প্রতিবেশীর মনাক মিয়া ও তাঁর ৩ ছেলেদের হামলায় ওলির বড় ভাই আব্দুল খলিল মিয়া (৫৫)ও তাঁর ছেলে মো. আসিফ (২০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।(৩ ফেব্রয়ারি) সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়িকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের স্বজন ও স্হানীয়রা জানান, সোমবার দুপুরে ওলি মিয়ার ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল।এসময় প্রতিবেশি মনাক ও তার ৩ ছেলে বিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা  বন্দুকের গুলিতে ওলির বড় ভাই খলিল মিয়া ও তাঁর ছেলে আসিফ  গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের  ঢাকায় পাঠানো হয়। 

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, ওলির মিয়ার ছেলেকে বিয়ে করানোর জন্য যাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় পূর্ব বিরোধে ওলির বাড়িতে হামলা চালায় প্রতিবেশি মনাক ও তাঁর ছেলেরা। এসময় গুলির ঘটনার ওলির বড় ভাই ও ভাতিজা আহত হয়েছে। তাদের উন্নত চিকিসার ঢাকায় পাঠানো হয়েছে। ওসি আরোও জানায়, আমরা ঘটনাস্হল হইতে একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছি। এ ঘটনায় ওলি মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আসামী গ্রেফতারে আমাদের কার্যক্রম চলছে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়