শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর যৌতুক মামলায় আদমদীঘির পিআইও কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ প্রথম স্ত্রী আসমা খাতুনের দায়ের করা যৌতুক মামলায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্পবাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা কাওছার আলী এখন কারাগারে। গত
রোববার (২ ফেব্রæয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সদরে সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আইভীন আক্তার তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। 

কাওছার আলী আদমদীঘি উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরকাদহ গ্রামের ছমের আলী খন্দকারের ছেলে। মামলা সূত্রে জানাযায়, পিআইও কাওছার আলীর সাথে তার ১ম স্ত্রী আসমা খাতুনের সাংসারিক বিষয়াদি নিয়ে বেশ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছে। মাঝে মধ্যে তিনি স্ত্রী আসমা খাতুনকে মানসিকও শারীরিক ভাবে নির্যাতন করে ১০ লাখ টাকা যৌতুক দাবী করে চাপ দিতেন। ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে স্ত্রী আসমা খাতুন ও তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে আইরিন আক্তারকে ২য় বিয়ে করেন। এরপর নানা প্রলোভনে তিনি সেপ্টেম্বর মাসে আবারো স্ত্রী আসমা খাতুনকে শশুর বাড়ি কাজীপুরে নিয়ে আসেন। 

সেখানে কিছু দিন অবস্থান করার পর পুনরায় যৌতুক দাবী করে নির্যাতন করতো। স্বামীর নির্যাতনে অতিষ্ট স্ত্রী আসমা খাতুন ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ আদালতে স্বামী কাওছার আলীর বিরুদ্ধে যৌতুক ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় গত রোববার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়