শিরোনাম
◈ বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে ‘চাঁদের গাড়ি’ উল্টে ১১ পর্যটক আহত ◈ মুশফিক–লিটনের সেঞ্চুরি ঝড়ে ৪৭৬ রান: রেকর্ড ভরা ব্যাটিং দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ◈ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে গণতন্ত্রের কবর থেকে ফিরে এসেছে দেশ: অ্যাটর্নি জেনারেল ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামের (৫৮) ওপর হামলার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। 
 
সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
‘ফরিদপুর শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের’ ব্যানারে সকাল ১০টার দিকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়। এটি অম্বিকা সড়ক ধরে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে আসে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি ব্রাহ্ম সমাজ সড়ক হয়ে মুজিব সড়ক দিয়ে আলীপুর মোড় এলাকায় গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে।
 
দুপুর পৌনে ১২টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের ওপর হামলার বিচার দাবিতে স্লোগান দেন। শহরের গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করায় আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘হামলার ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। আসামি শনাক্ত ও তদন্তে সময় লাগছে। কাউকে হয়রানি করা হবে না। আসামি শনাক্ত ও গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
 
মিছিল শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ফরিদপুর শহরের আলীপুর মোড় এলাকায় অবরোধ করেন। 
 
এ সময় আরও বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কারী বিসিএস শিক্ষা ক্যাডারের যুগ্ম আহ্বায়ক এম এম শহীদুল ইসলাম। জেলা প্রশাসকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে আসামি ধরা না হলে শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহত্তর কর্মসূচি দেবেন।’
 
অন্যদের মধ্যে এসময় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ তালুকদার আনিসুর ইসলাম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জামাল শেখ প্রমুখ বক্তব্য দেন। 
 
এ ছাড়াও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, মুসলিম মিশন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়