শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামি দলগুলোর ঐক্যের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাছে: ভোলায় মামুনুল হক

ফরহাদ হোসেন, ভোলা জেলা প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামি দলগুলোর ঐক্যের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে আমাদের আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা আশা করি ইসলামি সংগঠনগুলো আগামী নির্বাচন যখনই হবে ঐক্যবদ্ধভাবে মাঠে আমরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে পারব। সেই সঙ্গে আগামীর বাংলাদেশে আরও বৃহত্তর ঐক্যের আশা করছি। 

বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসার ছাত্রদের হাদিসের দারস প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো বিগত দিনে নানা কারণে জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছে তাদের সকলের ঐক্যবদ্ধভাবে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করা প্রয়োজন। অন্যথায় সেই পুরোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হলে সকলের জন্য অশনি সংকেত হবে। 

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার নিয়ে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা রয়েছে। সংবিধানের যে জায়গাগুলোতে বাংলাদেশের স্বকীয়তা এবং বিশেষ করে ভারতের আগ্রাসন মোকাবিলায় আমাদের সংবিধানে যে নিরাপত্তা বলয় ছিল তার মধ্যে কিছু মূল কথা সংবিধান থেকে পরিবর্তন করা হয়েছিল। সেগুলো যেন যথাযথ ও শক্তিশালীভাবে বহাল থাকে এবং পুনর্বহাল করা হয়। যেমন সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকা, সংবিধানে সকল কাজে আল্লাহর ওপর বিশ্বাস সকল কাজের মূল ভিক্তি হওয়া, রাষ্ট্রধর্ম ইসলাম- এ বিষয়গুলো বহাল হওয়া।

মামুনুল হক বলেন, সংবিধানে ধর্ম নিরপেক্ষতার যে মূলনীতি রয়েছে আমরা মনে করি এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থি। এটি ভারতীয় সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে। এটি যেন বাতিল হয়। সেই সঙ্গে কেউ যাতে বাংলাদেশে  ইসলাম, কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করে কার্যকর করতে না পারে সেজন্য সংবিধানে একটি ধারা যুক্ত করার দাবিও জানান তিনি। 

খেলাফত মজলিসের আমির বলেন, এছাড়াও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংবিধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দেশে নির্বাচন ব্যবস্থার মধ্যে প্রচলিত সংখ্যানুপাতিক আসনভিক্তিক নির্বাচন ব্যবস্থার পাশাপাশি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছি অন্তবর্তীকালীন সরকারকে। আমরা আশা করি সেগুলোর বাস্তবায়ন দেখতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, একটি যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচনের দাবি জানাই।

এ সময় আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা তৈয়বুর রহমান, সহকারী পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আওলাদসহ অনেকে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়