শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় আধিপত্যের লড়াই, বিএনপির তিনজন গুলিবিদ্ধ

রিয়াদ ইসলাম : ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় বিএনপির দুই কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাতে  উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ২৬ নভেম্বর দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে রোববার রাতে পাকশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। গুলিবিদ্ধরা হলেন, সেলিম বিশ্বাস (৪৫), আইনুল ইসলাম (৫৮) ও নাছিম (২৭)।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবার জানায়, সেলিম ও আইনুল বিএনপি কার্যালয়ে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষ লোকজন এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে আইনুলের বাম হাঁটু, বাম হাতের কব্জি এবং উরুতে আঘাত লাগে। সেলিমের তলপেটে দুটি গুলি, ডান উরু, পায়ের তালু এবং কনুইতেও গুলি লাগে। নাছিম পথচারী হিসেবে সেখানে উপস্থিত থাকায় গুলিতে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. কাবেরী বলেন, 'সেলিম ও আইনুলকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেলিমের অবস্থা আশঙ্কাজনক, কারণ তার তলপেটে দুটি গুলি লেগেছে। পথচারী নাছিম বর্তমানে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।'

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, 'ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়