শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিক-প্রেমিকাদের চিঠিতে সয়লাব

‘তুমি একটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখার পরও আমাকে নষ্ট করলে’ 

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে আট কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এরপর দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া যায়। পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজাবে রহমত গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া গেছে। এসব চিঠির মধ্যে পাওয়া গেছে প্রেমিককে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি। ইতিমধ্যে এসব চিঠি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

 চিঠিটি খুলতেই দেখা যায় এতে লেখা রয়েছে, ‘প্রিয় খাদিজা আক্তার লিপি, আজ এই ঐতিহাসিক মসজিদে তোমার নামে একটা মানত পূর্ণ করলাম। তুমি নেই তো কী হয়েছে, তোমার দেওয়া স্মৃতি নিয়ে বাঁচব আজীবন। আমার কী দোষ ছিল? তুমি একটি ছেলের সঙ্গে সম্পর্ক রাখার পরও আমাকে নষ্ট করলে। আমি তোমাকে অভিশাপ দিব না। আমি আশা রাখি তুমি একসময় আমার হবে, যদি তুমি বাচ্চার মা হও আমার কোনো আফসোস থাকবে না।’

অপর আরেকটি চিঠিতে লিখা, আমি ও পাতিবাবু সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমাদের দুজনকে একসঙ্গে রাইখো। তার আগে আমার মৃত্যু দিয়ো। আমাদের মধ্যে যেন কোনো শাঁকচুন্নি না আসে।

জান্নাতেও যেন আমার পাতিবাবু কোনো হুর না পায়। আল্লাহ তুমি ঠাকুমার ঝুলি কার্টুনে যে রকম পুকুর ছিল, সে রকম জাদুর পুকুরের সন্ধান দাও। যাতে আমি ওই পুকুরে ডুব দিয়ে সুন্দর হতে পারি। মুখের দাগগুলো যায়, চুল বড় আর ঘন হয়, আর যাতে কমবয়স্ক লাগে সারা জীবন। আল্লাহ আমাদের সবাইকে বড় হজ করার ব্যবস্থা কইরা দিয়ো।

আমি আর আমার পাতিবাবু যাতে দুইবার অন্তত বড় হজ করতে পারি। আমি একটু সুন্দর হলেই কেউ না কেউ নজর দিয়ে দেয়। আল্লাহ এ রকম যাতে আর না হয় দেইখো। আমি আর আমার পাতিবাবুকে সরকারি জব পাওয়াইয়া দিয়ো। হালালভাবে যাতে চলতে পারি আমরা। আমার পাতিবাবুকে কয়েক দিনের ভেতরে সুস্থ কইরা দাও। আল্লাহ ডাক্তার বলছে, ওর একটা মেডিসিন সারা বছর খাওয়া লাগবে। ওর যাতে সারা বছর খাওয়া না লাগে, সে যাতে একেবারে সুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি দয়া কইরা দেইখো।’

অন্য আরেকটি চিঠিতে লেখা রয়েছে, ‘আল্লাহ তুমি আমাকে সারা জীবনের জন্য চিকন বানাইয়া দাও দয়া করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়