শিরোনাম
◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মহিব সহ ২০ জনের বিরুদ্ধে মামলা

জাকারিয়া জাহিদ, কলাপাড়া পটুয়াখালী : কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। গত মঙ্গলবার কলাপাড়া আদালতে ভুক্তভোগী মো.জুয়েল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এতে সাবেক মন্ত্রী মো.মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো.নুরুদ্দিন, মো.মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো.লিটন সাউগার, মো.কামাল তালুকদার, বাদল মিয়া, মো.জাকির মৃধা সহ বিশজনকে আসামী করা হয়। মামলা নং ১৫৫৭/২০২৪।

মামলা সূত্রে জানা যায়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহনকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাদা দাবি করে অধিগ্রহনকৃত টাকা উত্তোলন করিয়া দেয়ার প্রস্তাব দেয়। এতে বাদী ও স্বাক্ষীরা রাজি না হলে তাদের খুন জখমের ভয়ভীতি দেখায় এবং বাদীকে আটক করে তাহার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পরবর্তীতে তাদের ঘরের বরাদ্ধকৃত ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরে চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদীর ১২ একর ভূমির অধিগ্রহনের ৬ কোটি টাকা আসামীরা সকলে মিলে এল এ অফিস হইতে উত্তোলন করে আত্মসাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়