শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০২:৩৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাভোগিদের মৃত দেখিয়ে ভাতা বাতিলের অভিযোগে সালথার এক ইউপি সদস্যকে অপসারণ

আবু নাসের হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করার অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শেখকে অপসারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী ইউপি সদস্য শাহাজাহানকে অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি সদস্য শাহাজান শেখকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, সালথা উপজেলাধীন গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শেখ অবৈধভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতাভোগির তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪(৫) ধারা মোতাবেক তার স্বীয় পদ হতে জনস্বার্থে অপসারণ করা হলো। 

উল্লেখ্য, সালথায় জীবিত মানুষকে মৃত দেখিয়ে বাতিল করা হয়েছে তাদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। অসহায়দের ভাতা পেতে লাগছে ঘুষ, শিকার হতে হয়েছে হয়রানির। মাসের পর মাস ঘুরে ও ঘুষের টাকা দিয়েও অনেকের কপালে জুটছে না ভাতা। কারো কারো আবার ভাতা হওয়ার পরও পাচ্ছে না টাকা। নানা কৌশলে ভাতাপ্রাপ্তদের বিকাশ নম্বর ভুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ভাতার টাকা।

গত কয়েক বছর ধরে সালথা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অফিসকে অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেন। তাদের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির ফলে চরম বেকায়দায় পড়ে প্রতিনিয়ত নাজেহাল হন সেবাপ্রত্যাশারীরা। তবে এসব দুর্নীতি-অনিয়ম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যোগসাজশে চলছে বলে অভিযোগ রয়েছে। যে কারণে অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে ঠেলাঠেলি করেন সমাজসেবা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ।

তবে এ ঘটনার সাথে সরাসরি জড়িত সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়