শিরোনাম
◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে! ◈ বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের ◈ কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মার্কিন সিইও বরখাস্ত ◈ সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১২ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা, সিনিয়র সহ সভাপতিসহ তিনজন বহিষ্কার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি,আদর্শ ও সংহতি, নানা অনাচার এবং দখল ও টেন্ডার সন্ত্রাসের অভিযোগে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। সেই সাথে লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাসসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

জাহাঙ্গীর আলম জুলহাস লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক। বহিস্কৃত অপর দুজন হলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

কেন্দ্রীয় যুবদলের প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দখল, টেন্ডার-সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ, সংহতিসহ নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই অপরাধে লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের সামনের মুল সড়ক থেকে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাসকে  দরপত্র জমাদানে বাধা প্রদানের অভিযোগে সেনাসদস্যরা আটক করে সদর থানায় সোপর্দ করেন।

পরে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত কোনো অভিযোগ এবং টেন্ডার জমাদানের সময় হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে তার কোন সম্পৃক্তা না থাকায় ওই দিন সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেয় লালমনিরহাট থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়