শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৮শতক জমি ৪১ শতক করে খাজনা নেওয়ার অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া-তিলেকপুর ইউনিয়ন ভূমি অফিসে জমি পরিমান বৃদ্ধি করে খাজনা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে । জানা গেছে, পিরোজপুর মৌজার ৯৯২ নং হোল্ডিং ও ৬৮৩ নং খতিয়ান এ গত ০৭ ডিসেমম্বর ২০২৩ ইং তারিখে ৯ নং দাগে ১৫ শতাংশ,  ১০ নং দাগে ১০ শতাংশ এবং ১১ নং দাগে ১৩ শতাংশ, মোট ৩৮ শতাংশ জমি নামজারী করে খাজনা দেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা।

তবে রহস্যজনক ভাবে ওই জমি আবারও গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কোন মিসকেস ছাড়ায় জমির পরিমাণ বাড়িয়ে ৪১ শতাংশ করা হয়। ৩ শতাংশ জমি বাড়িয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পুনরাই খাজনা নেওয়ার উঠেছে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে।

এ বিষয়ে খাজনা রশিদ নিয়ে জানার জন্য সরাসরি  অফিসে গেলে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুন বলেন, আমি এই খাজনা নেইনি,আমি কিছু বলতে পারবো না। কিভাবে ৩ শতক জমি বাড়ানো হলো জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। এছাড়াও তিনি বলেন,এবিষয়ে কোন তথ্য দিতে পারবো না। যদি কোন তথ্য দিতে হয় আমার উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো। কোন জবাব দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো।

এবিষয়ে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা: আশরাফুন নাহার বলেন, অফিসে এসে দেখা করেন। জমির পরিমান কি ভাবে বাড়লো জানতে চাইলে তিনি আসানুরুপ কোন কিছু বলতে পারেনি। তিনি আরো বলেন নিউজ করার  দরকার নেই আমি প্রতিনিধি পাঠাচ্ছি।

নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব বলেন,  দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানটির সম্ভবত ব্যাংক লোনের জন্য জমির পরিমান বাড়িয়ে খাজনা দিয়েছে। তবে কোন আনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়