মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে ৫ টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে।
[৩] চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মোড় ও শিবতলা এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। সেখানে সরকার বিরোধী বক্তব্যের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ।
[৪] এ সময় মহাসড়কের দু’ ধারে বেশ কিছু যান আটকা পড়ে। প্রায় ঘন্টাখানেক পর ৬ টার দিকে পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝালে সেখান থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আটকে পড়া যানগুলো চলাচলা শুরু করে।
[৫] এর আগে বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে থেকে গণমিছিল বের করে শিক্ষার্থীরা। পরে গণমিছিলটি শান্তিমোড় ও বড় ইন্দারা মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের পিটিআই এলাকায় যায় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে।
[৬] এদিকে কর্মসূচিকে ঘিরে শান্তিমোড় এলাকায় সেনা সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয়। এ ছাড়াও শহরের ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :