শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশ সুপার’সহ আহত ১৫

মনজুরুল ইসলাম, নাটোর: [২] নাটোরের কানাইখালি ও মাদ্রাসা মোড় এলাকায় সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

[৩] বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার ও ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 

[৪] এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারী রাহি নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৫] পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহরের কানাইখালি এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পাশে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের বাঁধা অতিক্রম করে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা উভয়পক্ষের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। 

[৬] এসময় গুলিবিদ্ধ হয় রাহি নামে এক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় আন্দোলন করার সময় পুলিশ ও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ তিন আন্দোলনকারীকে তাদের হেফাজতে নিয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়