শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে চোরাই অটোগাড়ী উদ্ধার, গ্রেপ্তার ৩ 

রতন কুমার, ডোমার (নীলফামারী): [২] ব্যাটারি চালিত চোরাই অটোগাড়ী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নীলফামারীর ডোমার মহাসড়কে অটোসহ তিনজন চোরকে আটক করেছে রাত্রীকালীন টহলরত পুলিশ। 

[৩] আকটকৃতরা হলেন, রংপুর জেলার মাহিগঞ্জ থানার আমতলা টেকস দিঘীরপাড় এলাকার মৃত খাজিমুদ্দীন সরকারের ছেলে খাদেমুল ইসলাম(৩৪), পঞ্চপড় জেলা বোদা থানার উটকুড়া কাজলদিঘী এলাকার জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আমিনুল ইসলামের ছেলে শামিম ইসলাম (২০)।

[৪] বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে আকটকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

[৫] থানা সূত্রে যানা যায়, বৃহস্পতিবার রাত্রীকালীন ডিটটিরত পুলিশ কর্মকর্তা এসআই কাওছার আলী, এএসআই ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্সসহ ডোমার ম্যাক্স পেট্রোল পাম্পের সামনে সন্দেহজনক ডোমার হতে নীলফামারীগামী একটি অটো চার্জার গাড়ী আটক করেন।অটো চালক ও দুইজন অটোযাত্রীকে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসলগ্ন হওয়ার কারনে পুলিশের ব্যাপক জিজ্ঞেসাবাদে তারা অটোটি চোরাই বলে পুলিশকে জানায়। 

[৬] তারা আরো জানায়, গত ১৪ জুলাই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার বাইপাস নামক স্থান হতে ব্যাটারি চালিত অটোটি চুরি করেন। বিক্রির উদ্দেশ্যে অটোটি নীলফামারীতে নিয়ে যাচ্ছেন তারা। 

[৭] ডোমার থানা অফিসার ইনচার্জ ওসি মো:মহসীন আলী অটো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়