শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতুতে ভাঙ্গন 

কামাল শিশির, রামু: [২] কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েক বছরেই ভাঙনের কবলে পড়েছে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু। বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি।

[৩] জানা গেছে, রাজারকুল-মনিরঝিল দু’গ্রামের হাজারও মানুষ চলাচলের একমাত্র সেতু এটি। হঠাৎ ভারী বৃষ্টিতে সেতুটি ভাঙনের কবলে পড়লে আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকেরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

[৪] স্থানীয় বাসিন্দা খোরশেদ হেলালী বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেতুটি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যে পড়তে পারে দুই গ্রামের হাজারও মানুষ।

[৫] স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশি দিন হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুটি ভাঙনের কবলে পড়ল। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। এই মুহূর্তে সেতুটি ভাঙনের কবল হতে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

[৬] এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সেতুটির  ভাঙন পরিদর্শন করেছি । জরুরি ভিত্তিতে সেতু সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

[৭] অপরদিকে রামু-কক্সবাজার-ঈদগাঁও আসনের এমপি মাননীয় হুইপ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা সেতুটির ভাঙ্গনটি পরিদর্শন উত্তর জরুরী ভিত্তিতে মেরামত করা হবে বলে জানান। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়