শিরোনাম
◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী  ◈ স্থায়ী হচ্ছে টিসিবির দোকান ◈ গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত, ২৪ ঘন্টায় নিহত ৯৫ ◈ তৃণমূলের মানুষ শক্তিশালী হবে তা একশ্রেণির জ্ঞানী-গুণী মানতে পারে না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে সমাবেশের অনুমতি পেল ইমরানের পিটিআই ◈ কানাডাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের শুভ সূচনা ◈ বগুড়ায় তেল গ্যাসের দোকানে ভয়াবহ আগুন ◈ অনুশীলন ম্যাচে ভারতের কাছে হারলো বাংলাদেশ ◈ বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামাবে না ইসরায়েল ◈ বুথ ফেরত জরিপে ভরাডুবির মুখে তৃণমূল, পশ্চিমবঙ্গেও বেশি আসন পেতে যাচ্ছে বিজেপি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনের ২ ঘণ্টা পরেই সমাপ্ত প্রাণিসম্পদ প্রদর্শনী

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লার চান্দিনায় উদ্বোধনের দুই ঘণ্টা পরই প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অথচ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী ওই প্রদর্শনী হওয়ার নির্দেশনা ছিলো। কোন প্রকার সমাপনী অনুষ্ঠান, স্টল দাতাদের পুরস্কার এবং সনদপত্র বিতরণ ছাড়াই চলে যেতে বলা হয়।

[৩] বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনীটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।

[৪] সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় পাইলট স্কুল মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হলেও মাত্র দুই ঘণ্টা পরই প্রদর্শনী সমাপ্ত হয়ে যায়। সমাপনী অনুষ্ঠান ছাড়াই প্রদর্শনীতে আগত স্টল দাতাদের চলে যেতে দেখা যায়। পরে স্টল গুটিয়ে নেয় ডেকোরেটর এর শ্রমিকরা।

[৫] প্রদর্শনী দেখতে আসা একাধিক দর্শনার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রাণি মেলার খবর শুনে দুপুর দেড়টায় পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আসি। এসে দেখি মেলার স্টল খালি। শুধুমাত্র একটি গরু আর দুইটা কুকুর রয়েছে। এত কম সময়েই মেলা শেষ হবে জানলে আসতাম না।

[৬] চান্দিনা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাণিসম্পদ প্রদর্শনী বেলা ১১টায় উদ্বোধন করা হয়েছে। তবে প্রদর্শনী প্রাঙ্গণে স্টলে প্রচন্ড রোদ থাকায় ফার্ম মালিকরা প্রাণী নিয়ে বেশি সময় থাকতে চাননি। তাই অনেকে প্রাণী নিয়ে চলে গেছেন।

[৭] চান্দিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার বলেন, দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের কথা থাকলেও প্রধান অতিথি প্রচন্ড রোদের কারণে অল্প সময়ে শেষ করতে বলেছেন। তবে আমরা ৩টা পর্যন্ত মাঠে ছিলাম।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়