শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০২:০৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ এবং নতুন বেতন স্কেল দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সোলায়মান মোহাম্মদ: [২] মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় তারা বিক্ষোভ করে।

[৩] শ্রমিক, শামীম, বিথী, শাকিল ও সাথীসহ অন্যান্য শ্রমিকরা জানান, প্রতি মাসের ৭ তারিখে বেতন দেয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ মাসের ১৫ তারিখে বেতন পরিশোধ করে। তাছাড়া বর্তমান বাজারে ৭ হাজার টাকা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়ছে। আশপাশের কারখানায় ৯ হাজার টাকা বেতন দিচ্ছে। এসব বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা গুরুত্ব দেয় না।

[৪] শ্রমিকরা বলেন, নতুন বেতন স্কেল অনুযায়ী একাধিকবার বেতন দেওয়ার কথা বললেও কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া দেয় না। বাধ্য হয়েই আমরা বিক্ষোভ করছি।

[৫] জমজম স্পিনিং কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শ্রমিকরা অযৌক্তিক দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমরা প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ করে থাকি।  

[৬] মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেরকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। সম্পাদনা: মুরাদ হাসান

এমএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়