হ্যাপী আক্তার: [২] টাঙ্গাইলের করটিয়া এলাকায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে। কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে। সূত্র: ডিবিসি নিউজ
[৪] এর আগে, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে যায়। সূত্র: ডেইলি বাংলাদেশ
[৫] বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম।
[৬] মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।
[৭] এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে, লোকাল নাইনটি নাইন ট্রেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্সেপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা পড়েছে।
এইচএ
আপনার মতামত লিখুন :