শিরোনাম
◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা ◈ ‌কির‌গিজস্তা‌নের ক্লাব মুরাসের কাছে হেরে চ্যালেঞ্জ লিগ থেকে ঢাকা আবাহনীর বিদায় ◈ জাপান ও দ‌ক্ষিণ কেরিয়ার বিরু‌দ্ধে ‌বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যাচ খেলবে ব্রাজিল ◈ জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের ◈ কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর? ◈ শেখ হাসিনাকে যেভাবে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ◈ বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা  ◈ লাফার্জ হোলসিমের মাটি সংগ্রহে ফসলি জমি ও জলাশয় ধ্বংস: পরিবেশ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৩, ০৪:২২ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৩, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে প্রথম কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে ঢাকায়

কুষ্টিয়া কোর্ট স্টেশন

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল শহরে ওপর দিয়ে ট্রেন যাবে ঢাকায়। সকল অপেক্ষার অবসান শেষ হয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রথম কুষ্টিয়া কোর্ট স্টেশন হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যাবে ট্রেন। আপাতত দুটি এক্সপ্রেস ট্রেন রুটে চলবে। একটি খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস অন্য আরেকটি যশোর বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস। 

[৩] রেলওয়ে পশ্চিমের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল আওয়াল স্বাক্ষরতি দফতরাদেশে এ খবর জানানো হয়েছে।

[৪] এতে বলা হয়েছে ১ নভেম্বর খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস আর সিরাজগঞ্জ যমুনা সেতু হয়ে যাবে না রুট পরিবর্তন করে পোড়াদহ জংশন থেকে এটি কুষ্টিয়া শহরের ওপর দিয়ে রাজবাড়ী ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে উঠবে পদ্মা সেতুতে। এরপর থেকে এই পথেই যাতায়াত করবে ট্রেন। ট্রেনটি রাত সোয়া ১টাই কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছাবে। 

[৫] দফতরাদেশে আরও বলা হয়েছে, ২ নভেম্বর দুপুর ১টায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়ার ওপর দিয়ে এই রুটে চলাচল করবে এই ট্রেন। কুষ্টিয়া এসে পৌঁছাবে বিকাল পাঁচটায়। ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।
ফিরতি ট্রেন ঢাকা থেকে ছাড়বে রাত পৌনে ১২টায়, কুষ্টিয়ায় এসে পৌছাবে রাত সাড়ে তিনটার দিকে।

[৬] কুষ্টিয়া কোর্ট স্টেশনে স্টেশন ইন চার্জ ইতি আরা খাতুন জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সোয়া ১টায় সুন্দরবন এক্সপ্রেস আর বিকাল ৪টা ৫৬ মিনিটে বেনাপোল এক্সপ্রেস কোর্ট স্টেশন এ পৌঁছাবে। স্টেশনে থাকবে ৩ মিনিট, এরপরে ট্রেনটি ছেড়ে যাবে এ স্টেশন থেকে। এ স্টেশনের জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ৪০টি শোভন চেয়ার ও ২০টি এসি সিট বরাদ্দ আছে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ৩০টি শোভন চেয়ার ও ১০টি এসি সিট বরাদ্দ আছে। শোভন চেয়ারের ভাড়া ৩৫০ টাকা। আর এসি সিটের ভাড়া ৫৮০ টাকা। এসি সিটের ক্ষেত্রে ভাড়া টাকার সাথে ১৫% ভ্যাট যোগ হবে।

[৭] ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের খোঁজ নিতে এসেছিলেন কুষ্টিয়া থানাপাড়ার বাসিন্দার ফরহাদ পারভেজ নামে একজন। তিনি জানান, কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ঢাকার ট্রেন চলাচল করবে জেনে অত্যন্ত খুশি হয়েছি। যেহেতু ট্রেন ইতিহাসে এই প্রথম এই স্টেশন থেকে ট্রেন সরাসরি যাচ্ছে ঢাকায়। তাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য খোঁজখবর নিতে এসেছিলাম। স্টেশন থেকে জানানো হয়েছে সত্যি সত্যিই ট্রেন এ স্টেশন থেকে ঢাকায় যাবে। আশা করছি স্বল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছাতে পারবো। তবে এই স্টেশনের প্ল্যাটফর্মের আয়তন বাড়ানো উচিত। তা না হলে যাত্রীদের ওঠানামা একটু সমস্যা হতে পারে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়