শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩, ০৪:১০ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্কো থেকে গোয়াগামী ফ্লাইটে বোমাতঙ্ক, উজবেকিস্তানে অবতরণ

বিমান

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২১ জানুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কো থেকে ভারতের গোয়াগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে উজবেকিস্তানে। জানা যায়, ওই বিমানটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিলো। চার্টার্ড ওই বিমানটিতে ২৪০ জন আরোহী এবং ৭ জন ক্রু ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পুলিশ। এনডিটিভি

ভারতের পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, আজুর এয়ারের (এজেভি২৪৬৩) ফ্লাইটটি দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ভোর ৪টা ১৫-এর দিকে অবতরণের কথা ছিল। বোম হামলার আতঙ্কের ঘটনায় ভারতের আকাশসীমায় প্রবেশের আগেই নিরাপত্তার স্বার্থে উড়াজাহাজটি ঘুরিয়ে দেওয়া হয়।

সূত্রে জানা যায়, ভারতের আকাশ সীমায় ঢোকার আগেই বিমানে বোমা আছে বলে ফোনে হুমকি আসে। সঙ্গে সঙ্গে গোয়া বিমানবন্দরের কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। যোগাযোগ করা হয় উজবেকিস্তান সরকারের সঙ্গেও। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, মাত্র দুই সপ্তাহ আগে মস্কো থেকে গোয়াগামী আরেকটি ফ্লাইটও বোমা আতঙ্কে গুজরাটের জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রিপোর্ট: নাহিদ হাসান

এএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়