শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ঢাকা রুটে পাঁচদিনের ফ্লাইট বাতিল থাই এয়ারওয়েজের

দীর্ঘদিন ধরেই ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন দুটি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করে আসছে থাই এয়ারওয়েজ। অপারেশনাল কারণে পাঁচ দিনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দুটি গুরুত্বপূর্ণ ফ্লাইট বাতিল করেছে থাইল্যান্ডের জাতীয় বিমান সংস্থা থাই এয়ারওয়েজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকক থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী ফ্লাইট টিজি-৩২১ এবং ঢাকা থেকে ব্যাংকক অভিমুখে চলাচলকারী ফ্লাইট টিজি-৩২২ সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

বাতিলের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল থেকে ২ মে ২০২৫ পর্যন্ত। অর্থাৎ পাঁচদিন ফ্লাইট দুটি চলবে না।

তবে এই রুটে তাদের অপর দুটি ফ্লাইট টিজি-৩৩৯ (ব্যাংকক থেকে ঢাকা) এবং টিজি-৩৪০ (ঢাকা থেকে ব্যাংকক) নির্ধারিত সময় অনুযায়ী চালু থাকবে।

থাই এয়ারওয়েজ এক বিজ্ঞপ্তিতে বলেছে, “অপারেশনাল প্রয়োজনের কারণে নির্দিষ্ট ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। আমরা যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

বাতিল হওয়া ফ্লাইটে যাত্রার পরিকল্পনা থাকলে যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্ট অথবা থাই এয়ারওয়েজের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়