শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৪ মে, ২০২৪, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৪, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোরেল শুক্রবার চালুর সিদ্ধান্ত হয়নি

মুযনিবীন নাইম: [২] মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়ে  কোনো সিদ্ধান্ত হয়নি তবে পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কাজ চলছে।

[৩]  মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সত্য নয়, সম্পূর্ণ গুজব। শুক্রবার ট্রেন চালানোর সিদ্ধান্ত দূরে থাক, এখনও এমন কোনো প্রস্তাব নেই। আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের বর্তমান লক্ষ্য পিক আওয়ারে হেডওয়ে (একই গন্তব্যে দুই ট্রেনের মধ্যবর্তী সময়) সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা।

[৪] তিনি বলেন, এ ব্যাপারে  পরামর্শক ও কারিগরি দল কাজ করছে এবং আগামী ১৯ মে তারা প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো হবে।

[৪]  মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

[৪] বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। 

[৫] মেট্রোরেলের বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়